বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

(বিঃদঃ ইহা একটি ১৪ ফেব্রুয়ারির চেতনায় উদ্ভূত প্যারডি কবিতা :p ;) ) ১৪ ফেব্রুয়ারির কত দেরি সুন্দরী? এখনো তোমার হৃদয় ভরা মেঘে? প্রেম ভালবাসা এখনো ওঠেনি জেগে? তুমি স্বপনে, তুমি জাগরনে.... সারাটা দিবস তোমায় ভেবে যে মরি! ১৪ ফেব্রুয়ারির কত দেরি সুন্দরী? জীবনের কত বসন্ত শেষে... কোন প্রান্তরের কালো দিগন্তে আমরা পড়েছি এসে। এ কী বেদনা....জীন্দেগানীর বা'ব তোলে মর্সিয়া ব্যাথিত দিলের তুফান শ্রান্ত খা'ব অস্ফুট হয়ে ক্রমে উড়ে যায় জীবনের লাল ঘুড়ি। তুমি স্বপনে, তুমি জাগরনে সারাটা দিবস তোমায় ভেবে যে মরি। ১৪ ফেব্রুয়ারির কত দেরি সুন্দরী? রমনায় গিয়ে বালকেরা দিন গোনে বুঝি দখিনা হাওয়ায় তোমার জুতার ধ্বনি শোনে বুঝি কুয়াশায়,জোছনা মায়ায় ওড়না খানি দেখে... আহা,পেরেশান বালকের দল বটমূল কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। ঘাসে সবুজের রমনাতে ঘুরে চলছি কোথায়? কোন সীমাহীন দূরে? তুমি স্বপনে,তুমি জাগরনে একাকী রাতে তোমায় ভেবে যে মরি... ১৪ ফেব্রুয়ারির কত দেরি সুন্দরী? শুধু ছলনায়,শুধু প্রেমের ঘোরেতে ফেলে পথ সীমাহীন ভ্রান্তি নিয়েছ তুলে। তোমাদের ছলায়-কলায়, পথের কিনারে বালকের দল বসি দেখছে সভয়ে, ধোকা দিয়েছে, তাদের প্রেয়সী! তোমাদের খেলার ধূলায় লুটায়ে পড়ি... কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী। প্রেমিকের দল মাঝে তোমারা উঠিয়েছ আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি...! ও কি বাতাসের হাহাকার - ও কি রোনাজারি প্রেমিকের ও কি বাস ট্রাকের গর্জন ও কি বেদনা দেবদাসের।। ও কি প্রেমাতুর পঁাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি।। সুন্দরী!! জাগো রমনার কৈফিয়তের তীব্র ভ্রূকুটি হেরি, জাগো অগনন প্রেমাতুর মুখের নীরব ভ্রূকুটি হেরি। চেয়ে দেখ ১৪ ফেব্রুয়ারির কত দেরি,কত দেরি! ((বিঃদ্রঃ সকল বালিকা নিজেদের সুন্দরী ভাবিয়া কবিতার বিরোধীতা করলেই আমি কাইন্দা বাচি... :p ))

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন