বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

শু জুতা পরে গেলাম ইন্টরভিউতে, প্রশ্ন না করে বলে ‘মামা’ দিতে। চাকরি খুঁজে খুঁজে জুতার তলা গেছে ছিঁড়ে, চাকরি তো পাই নাই মাঝ দিয়া চিনছি পুরা শহরটাই। আজও আমি অলিতে খুঁজে যাই চাকরি, কোথাও দেখলে লিফলেট সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ি। যোগাযোগ করে যখন সেখানে যাই, বলে হাত নেড়ে ‘মামা’ আগে চাই। প্রতিদিন সকালে আব্বা ডায়ালগ মারে, চাকরি না খুঁজে বেলা করে ঘুমায় এ কেমন পোলারে! আব্বার কথা শুনে থাকতে পারি না ঘুমায়ে, কান্না আসে ছেপে আর কত টানবে আমারে। জিএফ দিছে কল বলছে দেখা করতে, বাইড়া গেল বুকের কাঁপন জানি বলবে তাড়াতাড়ি বিয়া করতে। কেমনে তারে বুঝাই চাকরি না পেয়ে কেমনে প্রস্তাব পাঠাই? বেকার ছেলের কাছে মেয়ে দিবে কোন ভরষায়! চাকরি নাই বলে জিএফ গেল ছেড়ে, বলতে পারব নাতো কোন কালে “চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো। বেকার আমি চলেছি নিরুদ্দেশ, চেহারায় ভাসে হতাশার ক্লান্তি লেশ। মামা,টাকার জোরে তারা চাকরি পেয়ে যায়, এসব আমার নেই বলে মেধার মুল্য নাই। উৎসর্গ : সকল বেকার যুবকদের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন