বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

Md Raihanuddin

আরে আরে , একি !! অফিস থেকে ফিরেই আমি এইগুলা কি দেখি , হাত-পা তুলে মুখ ফিরিয়ে একা বসে আছো, খেতে কিছু দেবে , নাকি রান্না হয়নি আজো ?? :-*:-* কি বললে মিথ্যুক আমি !! :-*:-*রাখিনা কোন কথা কোন কথাটা মিস হয়েছে দেখাও দেখি যথা । তোমায় নিয়ে যাইনা কোথাও এইকি অভিযোগ,X(X( আরে ; বেশী ঘুরলে হয়ে যাবে ঘুরাঘুরির রোগ । আর তাছাড়া, এইতো সেদিন , গত রবিবারে , শশুর বাড়ি ঘুরে এলাম তোমায় নিয়ে ঘাড়ে । তুমি বল রমনা যেতে তোমায় নিয়ে সাথে , সেইখানেতে ঝোপ জঙ্গল ,কেঊ কি যায় সাধে । কি বললে কিপটা আমি , দেইনা কিছু কিনে, কেন কেন ! গত বছর ,দিলাম তোমায় দুটো শাড়ি এনে , দুই শাড়িতে দুইটি বছর এমনি চলে যাবে , সামনের বছর আসুক তখন আরো দুটো পাবে । আবার কি চাও ? :-*গয়না গাটি ! সেটা আবার কেন ? এমিটেশন কতগুলো কিনে দিলাম যেন ? সোনার গয়না ??:-/:-/ এত বোকা নই , তা জেন রেখে , দামি জিনিস কিনে দিয়ে ডাকাত আনবো ডেকে !! আরে আরে ! চললে কোথায় ব্যাগ গুছিয়ে সাথে , বাপের বাড়ি ! তা ঠিক আছে , ভাড়া আছে হাতে ?? আমি দেব ?X((X(( মোটেও না , এখন মাসের শেষ , বাপের বাড়ি ঘুরতে যাবে ঘুরে এসো বেশ । লক্ষী সোনা , B-) যাওয়ার আগে একটু যাও তো শুনে , ওখান থেকে হাজার পাঁচেক টাকা এনো গুনে । 8-| তোমার বাবা বাড়িওয়ালা , পারবে ঠিকই দিতে , B:-/ :-0 :-0 :-0 মনে করে এনো কিন্তু খেয়াল রেখো পথে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন